ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৯৫৩


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৯৫৩

ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৩ জন।

রোববার, ১২ অক্টোবর, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগের বিভিন্ন এলাকায় ১৯৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে যান। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন ও দক্ষিণ সিটিতে ১২২ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রামে ১০৭, খুলনায় ৯৩, রাজশাহীতে ৬৯, ময়মনসিংহে ৪৬, রংপুরে ২৩ এবং সিলেট বিভাগে নতুন করে ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৫৪ হাজার ৫৫৯ জনে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ মানার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×