অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ-সমাবেশ


অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ-সমাবেশ

গাজায় চলমান সংঘাতের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অস্ট্রেলিয়ার শহরজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। রোববার দেশটির অন্তত ২৭টি স্থানে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

বিক্ষোভের আয়োজন করে ‘প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ’। সংগঠনটি জানিয়েছে, সিডনিতে আয়োজিত কর্মসূচিতে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছে, যা ছিল দিনের সবচেয়ে বড় সমাবেশ। তবে অংশগ্রহণকারীদের সঠিক সংখ্যা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক হিসাব দেয়নি পুলিশ।

রোববার সকালে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী কিছু এলাকা থেকে সরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ চুক্তির আওতায় দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে প্রথমবারের মতো সাময়িক বিরতি দেখা গেছে। এ সময়ের মধ্যে গাজায় ৬৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, এবং অঞ্চলটির অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সিডনির সমাবেশে আয়োজক আমাল নাসের বলেন, “যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এখনো গাজা ও পশ্চিম তীরে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে প্রাতিষ্ঠানিক বৈষম্য চলছে, তা এক ধরনের বর্ণবাদী শাসনব্যবস্থা সৃষ্টি করেছে।”

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও ঐতিহ্যবাহী কেফিয়াহ পরিধান করে শহরের প্রধান সড়কগুলোতে পদযাত্রা করেন। পুলিশ জানিয়েছে, দেশব্যাপী শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে এবং কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।

বিক্ষোভে অংশ নেওয়া অ্যাবি জর্ডান বলেন, “ইসরায়েলের তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি টিকবে না। তারা অতীতে কখনোই কোনো যুদ্ধবিরতি মানেনি। ৭৮ বছর ধরে তারা ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। আমরা চাই অস্ট্রেলিয়ার সরকার ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক।”

তবে এই বিক্ষোভের সমালোচনা করেছে ইহুদি সংগঠনগুলোর শীর্ষ সংগঠন ‘এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি’। ২০০টির বেশি সংগঠনকে প্রতিনিধিত্বকারী এ গোষ্ঠীর সহপ্রধান নির্বাহী পিটার ওয়ার্থহেইম বলেন, “বিক্ষোভকারীরা চান চুক্তি ব্যর্থ হোক। যার মানে হলো, তারা চায় যুদ্ধ চলুক।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত হওয়ার পরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সেই থেকে শুরু হওয়া সংঘাতে আজ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারের বেশি মানুষ, আর গাজার অবকাঠামোর বড় অংশই ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অস্ট্রেলিয়ায়, বিশেষ করে সিডনি ও মেলবোর্নে, নিয়মিত ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়ে আসছে।

সূত্র: রয়টার্স

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×