আমি বক্তব্য শুরু করার ১-২ মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়: সারজিস আলম


আমি বক্তব্য শুরু করার ১-২ মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়: সারজিস আলম

বক্তব্য শুরু করার মাত্র মিনিট দুয়েকের মধ্যেই একের পর এক বিদ্যুৎ চলে যাওয়া, এমন ‘কাকতালীয়’ ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপির তিনটি কর্মসূচিতে অংশ নেন তিনি, এবং প্রতিবারই তাঁর বক্তব্য শুরুর ঠিক পরপরই লাইট চলে যায় বলে অভিযোগ করেছেন।

সর্বশেষ এমন ঘটনা ঘটে শনিবার, ১১ অক্টোবর, পঞ্চগড়ে অনুষ্ঠিত এক পথসভায়। বক্তব্য শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, "এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব, তাদের কলিজা কত বড় কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।"

এই মন্তব্যের পরপরই সমালোচনার মুখে পড়েন তিনি। রোববার, ১২ অক্টোবর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, বক্তব্যে তিনি যে উপমাটি ব্যবহার করেছেন, তা অনুচিত হয়েছে।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, “বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি ৩টি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেয়া শুরু করি তার এক দুই মিনিট পরে বিদ্যুৎ চলে যায়।”

তিনি জানান, প্রথমবার ঘটনাটিকে তিনি কাকতালীয় ভেবেছিলেন। দ্বিতীয়বার একই ঘটনা ঘটলেও সন্দেহ জাগে। তবে তৃতীয়বারেও একইভাবে শুধুমাত্র তাঁর বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় বিষয়টিকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

"গতকাল আবার একই ঘটনা। প্রোগ্রামের আগে-পরে নয়, অন্য কারো বক্তব্যের সময় নয়। ঠিক আমি যখন কথা বলা শুরু করি তখন আবার বিদ্যুৎ চলে যায়। কথা বলা শেষ হলে বিদ্যুৎ চলে আসে। সকল মিডিয়া এটার সাক্ষী," উল্লেখ করেন সারজিস।

তিনি আরও দাবি করেন, তিনটি কর্মসূচিই ছিল তিন দিনে ও ভিন্ন সময়। অথচ প্রতিবার তাঁর বক্তব্যের সময়েই বিদ্যুৎ বিভ্রাট ঘটে, যা তিনি উদ্দেশ্যমূলক বলেই মনে করছেন। তাঁর ভাষায়, জেলা পর্যায়ে কিছু কর্মকর্তা প্রতিপক্ষ দলের হয়ে বা অসৎ উদ্দেশ্যে ‘ছোটলোকি’ আচরণ করছেন।

সারজিস লেখেন, “প্রত্যেকবারই প্রোগ্রামের আগে তাদেরকে প্রোগ্রাম সম্পর্কে বলে রাখা হয়। প্রোগ্রামের পরেও ভদ্র ভাষায় বলা হয়েছে। কিন্তু তারপরও যখন একই চিত্র দেখা যায় তখন তাদের সাথে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করিনা। তবে ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি বলে মনে করি।”

তিনি আরও জানান, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে এনসিপির লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১০ ঘণ্টা ধরে দুই হাজার মোটরসাইকেল আরোহী ১৫০ কিলোমিটার পাড়ি দিয়ে সচেতনতামূলক প্রচার চালান।

"আশা করি মিডিয়ার ফোকাস সেদিকেও থাকবে," এমন প্রত্যাশাও ব্যক্ত করেন সারজিস আলম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×