ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা


ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিক ও মানবাধিকার আন্দোলনের নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।

ভেনেজুয়েলার জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্বুদ্ধ করা এবং শান্তিপূর্ণ উপায়ে দেশটিকে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানায় নোবেল কমিটি।

উল্লেখ্য, এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি পুরস্কার পাননি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে ২৪৪টি ছিল ব্যক্তিগত প্রার্থী, আর বাকি ৯৪টি মনোনীত হয় বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠন হিসেবে।

এর আগে, গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের সংগঠন নিহন হিদানকিও, যারা পারমাণবিক বোমা হামলার শিকারদের প্রতিনিধিত্ব করে এবং বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে কাজ করে যাচ্ছে।

ইতিহাসে নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে কনিষ্ঠ প্রাপক ছিলেন মালালা ইউসুফজাই, যিনি ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে এই স্বীকৃতি পান। অপরদিকে, সবচেয়ে প্রবীণ নোবেলজয়ী হিসেবে ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে পুরস্কার অর্জন করেছিলেন জোসেফ রোটব্লাট। এখন পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×