নেপালের জনগণকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:০৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নেপালের সংবিধান দিবস উপলক্ষে দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় বলা হয়, নেপালি জনগণের স্বচ্ছ ও সংবিধানসম্মত সরকার গঠনের আকাঙ্ক্ষাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই আকাঙ্ক্ষা গণতান্ত্রিক সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, নেপালের জনগণ এমন এক ভবিষ্যতের প্রাপ্য যেখানে অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা এবং সবার সমৃদ্ধি নিশ্চিত হবে।
এতে আরও বলা হয়, মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি) কমপ্যাক্টের মাধ্যমে নেপালের পরিবহন ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দুই দেশের অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে। পাশাপাশি মার্কিন কোম্পানিগুলোর জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হবে।
বিবৃতির শেষে যুক্তরাষ্ট্র নেপালের প্রতি শুভেচ্ছা জানিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তায় একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।