নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাভাবিক হচ্ছে নেপালের পরিস্থিতি


নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাভাবিক হচ্ছে নেপালের পরিস্থিতি

নেপালে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এলেন সুশীলা কারকি। শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার থেকেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। নতুন নেতৃত্বের আগমনে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশ।

বিশ্ব নেতাদের তরফ থেকেও কারকির প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সহ আন্তর্জাতিক অঙ্গনের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে অভিনন্দন জানিয়েছেন।

দায়িত্ব নেয়ার প্রথম দিনেই কারকি মানবিক দিক এবং প্রশাসনিক কার্যক্রম, দু’দিকেই সক্রিয় ভূমিকা পালন করেছেন। হাসপাতাল পরিদর্শনে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং সহানুভূতির আশ্বাস দেন তিনি। পাশাপাশি, প্রশাসনিক দপ্তরগুলো সচল করার কাজও শুরু হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি ভবন থেকে উদ্ধারকৃত জিনিসপত্র দিয়ে নতুন করে দফতর প্রস্তুত করার উদ্যোগ চলছে।

নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই দেশের অধিকাংশ অঞ্চলে জারি থাকা কারফিউ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যদিও রাজধানী কাঠমান্ডুর কিছু এলাকায় এখনো সভা-সমাবেশ এবং বিক্ষোভে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

এর মধ্যেই পাঁচ দিন ধরে বন্ধ থাকা গণপরিবহন চালু হওয়ায় রাজধানীতে জনজীবনে গতি ফিরেছে।

বিশ্লেষকরা মনে করছেন, খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা আসতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×