পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ১
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৩৯ এম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শনিবার (৬ সেপ্টেম্বর) বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে এই বিস্ফোরণ ঘটে।
বাজৌর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, হামলাটি সরাসরি লক্ষ্যবস্তু করে চালানো হয়। এক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে এ আক্রমণ করা হয়েছে।
বিস্ফোরণে একজন পুরুষ নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, সন্দেহভাজন সন্ত্রাসীরা একই সময়ে একটি পুলিশ স্টেশনের ওপরও হামলা চালানোর চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ হয়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।