রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন


রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকটি আগামী ৮ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এপি’র খবরে বলা হয়েছে, ইইউ-এর নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড ও’সালিভানের নেতৃত্বে ইউরোপীয় প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবেন। আলোচনা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে।

বৈঠকে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির নানা দিক, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের উপায় নিয়ে আলোচনা হবে। এছাড়া হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারাও বৈঠকে অংশ নেবেন।

এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছিলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ইইউ-এর একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবে।

এদিকে, চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব নিজেদের অর্থনৈতিক সংকট অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×