ভারত-রাশিয়াকে মনে হচ্ছে চীনের কাছে হারিয়ে ফেলেছি: ট্রাম্প


ভারত-রাশিয়াকে মনে হচ্ছে চীনের কাছে হারিয়ে ফেলেছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও রাশিয়া যেন চীনের প্রভাবের কাছে চলে যাচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে নতুন বৈশ্বিক ব্যবস্থার আলোচনা চলাকালে নয়াদিল্লি ও মস্কোর ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একসঙ্গে তোলা ছবি পোস্ট করে ট্রাম্প লিখেন, মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে সবচেয়ে গভীর ও অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি। তাদের একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ হোক!

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কোনো মন্তব্য করবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে ক্রেমলিন থেকেও কোনো মন্তব্য আসেনি।

চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে ২০টির বেশি অ-পশ্চিমা দেশের নেতাদের আতিথ্য দেন প্রেসিডেন্ট শি। সেখানেই পুতিন, মোদি ও শিকে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়, যা ট্রাম্পের ক্ষোভ বাড়ায়।

ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক শীতল করার ইঙ্গিত দিয়েছিলেন। বাণিজ্যিক উত্তেজনা ও নানান দ্বন্দ্বের মধ্যে তিনি এ মন্তব্য করেন। এ সপ্তাহেই তিনি স্বীকার করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি তিনি খুব হতাশ, যদিও রাশিয়া-চীনের ঘনিষ্ঠতা নিয়ে তার উদ্বেগ নেই।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের তিন বছরের বেশি সময় পার হয়ে গেলেও যুদ্ধ শেষ করতে না পারায় ট্রাম্প হতাশ। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে তার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×