ফিলিস্তিন রাষ্ট্র হবে না: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:৩২ পিএম, ২৮ আগস্ট ২০২৫

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা তাদের নেই। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র হবে না।” তিনি বৈঠকটিকে “খুবই ভালো” বলেও মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
এছাড়া ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানের নেতিবাচক প্রভাব মোকাবিলার বিষয়েও আলোচনা হয়েছে। তবে বৈঠকের আগে কোনো সাংবাদিকের প্রশ্ন নেওয়া হয়নি।
গিদেওন সা’র যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোমের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত মে মাসে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসে হামলায় দুই কর্মী নিহত হওয়ার পর তিনি নোমকে ইসরায়েলে আতিথ্য দেন।
এদিকে, একই দিন মার্কো রুবিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বৈঠকে বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তা, ইউক্রেনের পারমাণবিক স্থাপনাসমূহ, এবং ইরানে আইএইএ’র নজরদারি ও যাচাই কার্যক্রম পুনরায় চালু করার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।
গ্রোসি জানান, জুন মাসে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো আইএইএ পরিদর্শকরা সম্প্রতি ইরানে ফিরে গেছেন। তিনি ফক্স নিউজকে বলেন, “ইরানে অনেক স্থাপনা রয়েছে, কিছু আক্রান্ত হয়েছে, কিছু হয়নি। তাই আমরা এখন আলোচনা করছি কীভাবে আমাদের কাজ পুনরায় শুরু করা যায়, কোন ধরনের প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব।”
তিনি আরও বলেন, “এটি সহজ পরিস্থিতি নয়। আপনারা কল্পনা করতে পারেন, ইরানের ভেতরে কারও কাছে আন্তর্জাতিক পরিদর্শকদের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর মনে হয়, আবার কারও কাছে তা নয়।”