দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারলেন কুকুরপ্রেমী রাজেশ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:২৬ পিএম, ২০ আগস্ট ২০২৫

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার সকাল সাতটায় এক যুবকের চড় খেয়েছেন। এ ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীর নাম রাজেশ সাক্রিয়া। তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। তার মা ভানু জানিয়েছেন, রাজেশ একজন কুকুরপ্রেমী। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে দিল্লি এনসিআরে বেওয়ারিশ কুকুরদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালে হঠাৎ রাজেশ এক কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। এরপর তিনি চিৎকার শুরু করে গালাগালি করতে থাকেন এবং এক পর্যায়ে মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে চড় মারেন। এতে মুখ্যমন্ত্রীর হাতে ও মাথায় আঘাত হয়। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে আটক করেন এবং দিল্লি পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রাজেশের বিরুদ্ধে হত্যাচেষ্টার পাশাপাশি একজন সরকারি কর্মচারীর ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কার্যালয় এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ হিসেবে বর্ণনা করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারী কমপক্ষে ২৪ ঘণ্টা আগে থেকে হামলার প্রস্তুতি শুরু করেছিলেন। ফুটেজে তিনি বাসভবনে তল্লাশি চালাচ্ছেন এবং ভিডিও রেকর্ড করছেন। ভিডিও পুলিশকে হস্তান্তর করা হয়েছে এবং তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
এই ঘটনায় দিল্লি বিজেপি তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়াও কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ)ও ঘটনার নিন্দা জানিয়েছে। আপ নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা বলেন, মুখ্যমন্ত্রীর ওপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রে মতবিরোধ ও প্রতিবাদ থাকবে, কিন্তু হিংসার কোনো জায়গা নেই। আশা করি, দিল্লি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।