পুতিন-জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের প্রস্তুতি চলছে: ডোনাল্ড ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫৪ এম, ১৯ আগস্ট ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, তিনি সম্প্রতি পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং উভয় নেতার বৈঠকের প্রস্তুতি এগিয়ে চলছে। তবে বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সোমবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, ভাইস-প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত উইটকফ মস্কো ও কিয়েভের সঙ্গে সমন্বয় করছেন। তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়া নিয়ে সবার মধ্যে প্রবল আশাবাদ বিরাজ করছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিন ও জেলেনস্কির বৈঠকের পর তিনি নিজেও দুই রাষ্ট্রপ্রধানকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকে বসবেন। এএফপি জানিয়েছে, হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের বিরতিতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন জেলেনস্কির সঙ্গে আলোচনায় রাজি হওয়ার কথা জানান। আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের কয়েক দিনের মধ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান খোঁজার ট্রাম্পের প্রচেষ্টাকে তাঁর দেশ সমর্থন করছে এবং তিনি আসন্ন ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নিতে প্রস্তুত। তিনি বলেন, হত্যাযজ্ঞ বন্ধে কাজ করার জন্য” ট্রাম্পকে ধন্যবাদ জানাই। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হলে ইউক্রেন নির্বাচন আয়োজনেও প্রস্তুত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
জেলেনস্কি আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার সুযোগ তৈরি হয়েছে, যা সেনাবাহিনী পুনর্গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে কিয়েভকে ক্রিমিয়া পুনর্দখলের প্রচেষ্টা ও ন্যাটোতে যোগদানের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান। জবাবে জেলেনস্কি এক্স-এ প্রতিক্রিয়া দিয়ে লেখেন, রাশিয়াকে কেবল শক্তির মাধ্যমে শান্তিতে বাধ্য করা সম্ভব, আর প্রেসিডেন্ট ট্রাম্পের সেই শক্তি রয়েছে।
ওয়াশিংটনে বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মন্তব্য করেন, ইউক্রেনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তবে তিনি সংশয় প্রকাশ করে বলেন, জেলেনস্কি থাকলে পুতিন বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও অনিশ্চিত।
মের্জ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ট্রাম্পের প্রতিশ্রুতি স্বাগত জানিয়ে বলেন, আলোচনার ফল প্রত্যাশা পূরণই নয়, বরং অতিক্রম করেছে। তিনি জোর দিয়ে আরও বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় পুরো ইউরোপকে এগিয়ে আসতে হবে।