‘এক ইসরায়েলির বদলে মরবে ৫০ ফিলিস্তিনি’
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩২ পিএম, ১৭ আগস্ট ২০২৫

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস, দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। এতে প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং হামাস যোদ্ধারা প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে যায়।
এই হামলার প্রতিক্রিয়ায় দখলদার ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অবঃ) আহারোন হালিভা মন্তব্য করেন, “৭ অক্টোবরের ঘটনায় যত মানুষ মারা গেছে, তাদের প্রত্যেকের বদলে ৫০ ফিলিস্তিনিকে অবশ্যই মরতে হবে।”
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এক ভয়াবহ কথোপকথনের অডিও ফাঁস করে, যেখানে এই মন্তব্য করা হয়। ওই অডিওতে হালিভাকে আরও বলতে শোনা যায়, এই গণহত্যা ‘ভবিষ্যত প্রজন্মের জন্য’ প্রয়োজনীয়।
তিনি বলেন, ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মতো এখন আবার একটি ‘গণ বাস্ত্যচুতি’ প্রয়োজন, যাতে ইসরায়েলিদের হত্যার মূল্য বুঝতে পারে তারা।
২০২৪ সালের এপ্রিল মাসে হামাসের ২০২৩ সালের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেন আহারোন হালিভা।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড