যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রুশ বাহিনী ৮৫টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্য আলাস্কায় অনুষ্ঠিত এ আলোচিত বৈঠক ইউক্রেনে রাশিয়ার সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন থামানোর ব্যাপারে কোনো অগ্রগতি আনতে পারেনি।
ইউক্রেনের বিমান বাহিনীর প্রতিবেদনে বলা হয়, রাশিয়া একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮৫টি শাহেদ-ধরনের ড্রোন ছুঁড়েছে এবং একযোগে চারটি অঞ্চলের ফ্রন্টলাইনেও হামলা চালিয়েছে।
বিমান বাহিনীর মতে, এসব হামলা ১৫ আগস্ট সন্ধ্যা থেকে ১৬ আগস্ট ভোর পর্যন্ত চালানো হয়, ঠিক তখনই আলাস্কায় ট্রাম্প ও পুতিনের আলোচনা চলছিল। কিয়েভ দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী এসব ড্রোনের মধ্যে ৬১টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
পশ্চিমা দেশগুলো কয়েক মাস ধরে ক্রেমলিনের ওপর যুদ্ধবিরতি ঘোষণার জন্য চাপ দিলেও ট্রাম্প-পুতিন বৈঠক যুদ্ধবিরতির কোনো ঘোষণা ছাড়াই শেষ হয়। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো বৈঠক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।