যুক্তরাজ্যে ফিলিস্তিন সমর্থনের বিক্ষোভে গ্রেফতার ৪৬৬
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৪১ পিএম, ১০ আগস্ট ২০২৫

প্যালেস্টাইনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণার বিরোধিতায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ছড়িয়ে পড়ে বিক্ষোভের ঢল। শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত এই আন্দোলন থেকে পুলিশের হাতে আটক হয়েছেন অন্তত ৪৬৬ জন।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, বিক্ষোভকারীদের পার্লামেন্ট স্কয়ার এবং হোয়াইট হল এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
পুলিশ আরও জানায়, “রাত ৯টা পর্যন্ত প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থনের কারণে ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।”
এছাড়া, পুলিশের এক সদস্যের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে এবং অন্যান্য অভিযোগে আরও আটজনকে আটক করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।