গাজায় চাষযোগ্য জমি মাত্র ২ বর্গকিলোমিটার: জাতিসংঘ


গাজায় চাষযোগ্য জমি মাত্র ২ বর্গকিলোমিটার: জাতিসংঘ

অতি সীমিত কৃষিজমির ওপর নির্ভরশীল গাজা এখন চরম খাদ্য সংকটে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, উপত্যকাটির মোট কৃষিজমির মধ্যে মাত্র ১.৫ শতাংশ, অর্থাৎ প্রায় ২.৩ বর্গকিলোমিটার জমি বর্তমানে চাষযোগ্য অবস্থায় রয়েছে। সংস্থাটির সাম্প্রতিক স্যাটেলাইট জরিপে এই চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) টিআরটি ওয়ার্ল্ডের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জুলাইয়ের ২৮ তারিখে পরিচালিত জরিপে দেখা গেছে, গাজার ৮.৬ শতাংশ জমিতে প্রবেশ সম্ভব হলেও তার মধ্যে ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে কেবল ১.৫ শতাংশ জমি। আরও ১২.৪ শতাংশ কৃষিজমি এখনও অক্ষত থাকলেও তা সাধারণ মানুষের নাগালের বাইরে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, পুরো ৮৬.১ শতাংশ কৃষিজমি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত।

এফএও’র মহাপরিচালক কু দোংইউ বলেন, “মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে না, মারা যাচ্ছে কারণ তারা খাবারের কাছে পৌঁছাতে পারছে না। স্থানীয় খাদ্য উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিবারগুলো ন্যূনতম জীবিকা নির্বাহ করতেও অক্ষম হয়ে পড়েছে।”

তিনি স্থানীয় কৃষি ব্যবস্থার দ্রুত পুনরুদ্ধার এবং নিরাপদ, টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ইসরায়েলের হামলার আগ পর্যন্ত কৃষি খাত গাজার মোট অর্থনীতির প্রায় ১০ শতাংশ জুড়ে ছিল। এফএও’র তথ্য অনুসারে, অন্তত ৫ লাখ ৬০ হাজার মানুষ—গাজার মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ—কৃষি ও মৎস্যজীবনের ওপর কোনো না কোনোভাবে নির্ভর করত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×