১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে


১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে

বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি দেশ এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে এবং হামাসের হাতে আটক সব জিম্মিকে মুক্ত করার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই যৌথ অবস্থানের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা।

বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, 'ইসরাইল ও ফিলিস্তিন—দুইটি গণতান্ত্রিক রাষ্ট্র যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নিরাপদ সীমানার মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে, তা নিশ্চিত করতে হবে।' তারা জাতিসংঘের প্রস্তাবনা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া গাজা ও পশ্চিম তীরকে একীভূত করে একটি অভিন্ন প্রশাসনের আওতায় এনে তা প্যালেস্টাইন অথরিটির নিয়ন্ত্রণে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তারা তুলে ধরেন।

গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা এবং মানবিক বিপর্যয়ের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে। একইসঙ্গে জরুরি মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকাকে অপরিহার্য হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা... ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছি, কিংবা স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি অথবা ইতিবাচকভাবে বিবেচনা করছি যে—দ্বি-রাষ্ট্র সমাধানের পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

এতে অন্যান্য দেশগুলোকে একই পথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়, 'যেসব দেশ এখনো এই পথে আসেনি, আমরা তাদের এই আহ্বানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাই। আমরা গাজায় যুদ্ধ-পরবর্তী দিনের জন্য একটি কাঠামো গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ—যেখানে গাজার পুনর্গঠন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি শাসনব্যবস্থা থেকে হামাসকে বাদ দেওয়া নিশ্চিত করা হবে।'

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যমতে, সেখানে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে সাহায্য নিতে আসা অন্তত ১,১৭৯ জন নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন ৭,৯৫০ জনেরও বেশি মানুষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি সেনাবাহিনীর টানা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু। বোমা হামলায় গাজার অধিকাংশ অঞ্চল ধ্বংস হয়ে গেছে এবং সেখানে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

এর আগে, গত নভেম্বরে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×