জাপানে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৩১ পিএম, ৩০ জুলাই ২০২৫

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে, এবার জাপানও অনুভব করল তার চরম রূপ। দেশটি রেকর্ড করেছে তাদের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা, যা আগের সব সীমা ছাড়িয়ে গেছে।
আল-জাজিরা-এর তথ্য অনুযায়ী, বুধবার টোকিও থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে অবস্থিত টাম্বা শহরে তাপমাত্রা পৌঁছায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে, যা এখন পর্যন্ত জাপানের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে নথিভুক্ত হয়েছে। এর আগে, ২০২০ সালে একই শহরে তাপমাত্রা উঠেছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াসে, যা এতদিন পর্যন্ত ছিল দেশের সর্বোচ্চ রেকর্ড। তবে এবার সেই রেকর্ড ভেঙে গেছে।
এদিন শুধু টাম্বা নয়, তীব্র তাপদাহে পুড়েছে দেশের আরও কয়েকটি শহর। কোয়োতো প্রদেশের ফুকুচিয়ামা শহরে তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি, একই অবস্থা দেখা গেছে ওকাইয়ামার মানিওয়া এবং হুয়োগোর নিশিওয়াকি শহরেও।
জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশে ৩৩টি এলাকায় হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে।
প্রচণ্ড গরমে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। গত সপ্তাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ১০ হাজার ৮০০ জন মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এছাড়া, তাপজনিত কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানায় আল-জাজিরা।
আল-জাজিরা আরও জানায়, “ক্রমান্বয়ে জাপানের তাপমাত্রা বাড়ছে- তা বুধবারের উষ্ণতায় বুঝা যায়।”
উল্লেখ্য, চলতি বছরের জুন মাস ছিল জাপানের ইতিহাসে সবচেয়ে গরম জুন। ওই মাসে দেশটির গড় তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২.৩৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
জাপানে এবারকার দাবদাহ শুধু রেকর্ডই নয়, বরং জলবায়ু সংকটের ভয়াবহতা আরও একবার সামনে নিয়ে এল।