সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে মাল্টা


সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে মাল্টা

ইউরোপের ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে—যা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ঘিরে পশ্চিমা কূটনীতিতে নতুন ধারা সৃষ্টি করছে।

মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা মঙ্গলবার সন্ধ্যায় (স্থানীয় সময়) ঘোষণা দিয়েছেন, তার দেশ জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন একই দিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনার কথা জানান। এর আগে ফ্রান্সও একই ধরনের ঘোষণার মাধ্যমে রাজনৈতিকভাবে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়।

সম্প্রতি মাল্টার সরকার অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছে ফিলিস্তিন ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির মধ্য-ডানপন্থী বিরোধীদলও সরাসরি ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার দাবি তোলে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য এই দ্বীপরাষ্ট্রটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের স্বার্থের পক্ষে অবস্থান করে আসছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের পক্ষে জোরালো সমর্থন জানিয়ে আসছে।

মে মাসে মাল্টার প্রধানমন্ত্রী আবেলা প্রথমবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দেন। সে সময় তিনি বলেছিলেন, জুন মাসে একটি জাতিসংঘ সম্মেলনে এই ঘোষণা আসতে পারে। তবে পরে সেই সম্মেলন স্থগিত হয়ে যায়।

ইতোমধ্যে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন চলতি বছরের মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

এর আগে মঙ্গলবার, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ না হলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ব্রিটেন।

এই ধরনের সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বের কূটনৈতিক অবস্থানে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে, যা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের চিত্রকে পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, মাল্টার আসন্ন স্বীকৃতির ঘোষণা সেই পরিবর্তনশীল ধারা আরও সুদৃঢ় করবে।

সূত্র: রয়টার্স

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×