দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহ নেই উত্তর কোরিয়ার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৭ পিএম, ২৮ জুলাই ২০২৫

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনা কিংবা কূটনৈতিক যোগাযোগে বসতে চায় না বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন ও প্রভাবশালী রাজনীতিক কিম ইয়ো জং। সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে তিনি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সম্পর্কোন্নয়ন চেষ্টাকে সরাসরি প্রত্যাখ্যান করেন।
এই বক্তব্যটি উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত হয় এবং আল জাজিরার এক প্রতিবেদনে তা উঠে আসে।
বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সীমান্তে লাউডস্পিকার প্রচারণা বন্ধের সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে কিম ইয়ো জং বলেন, এটি কেবলমাত্র এমন একটি পদক্ষেপ যা শুরুই করা উচিত ছিল না এবং বর্তমানে তার পূর্বাবস্থায় ফিরে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "দক্ষিণ কোরিয়া যদি মনে করে যে কয়েকটি আবেগপ্রবণ কথার মাধ্যমে পূর্বের সব সিদ্ধান্ত বদলে ফেলা যাবে, তাহলে এটি তাদের একটি মারাত্মক ভুল হিসাব।"
কিম ইয়ো জং গত মাসে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ংয়ের বক্তব্যেরও সমালোচনা করেন। ওই বক্তব্যে চুং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে অক্টোবরে সিউলে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে আমন্ত্রণ জানানো নিয়ে সমর্থন জানান। কিম ইয়ো জং এই উদ্যোগকে আখ্যায়িত করেন ‘দিবাস্বপ্ন’ হিসেবে।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা জোটে যেভাবে নির্ভর করছে এবং পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে, তা বর্তমান প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সরকারের নীতি হলেও, এটি পূর্ববর্তী রক্ষণশীল প্রশাসন ইয়ুন সুক-ইয়োলের অবস্থানের সঙ্গে ভিন্ন কিছু নয়।
"সিউল যেই নীতিই গ্রহণ করুক বা যে প্রস্তাবই দিক না কেন, আমরা এতে আগ্রহী নই। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের দেখা করার কোনো কারণ বা আলোচনার কোনো বিষয়ই নেই,"— বলেন কিম ইয়ো জং।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট লি জে-মিয়ং সম্প্রতি কোরীয় উপদ্বীপে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে ১৯৫০-৫৩ সালের কোরিয় যুদ্ধের পর থেকেই দুই কোরিয়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।