কলকাতায় দুই বাংলাদেশি ভুয়া পাসপোর্টসহ গ্রেপ্তার, ভারতীয় মিডিয়ার দাবি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৮ পিএম, ২৮ জুলাই ২০২৫

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েতনাম যাওয়ার সময় ভুয়া পাসপোর্টসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস নিশ্চিত করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বাসিন্দা বাবলা বড়ুয়া (৩৩) ও চয়ন বড়ুয়া (২৬)। জানা গেছে, তারা গত শনিবার ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেক-ইন করার সময় তাদের পাসপোর্ট ভেরিফিকেশন করা হলে তা ভুয়া হিসেবে ধরা পড়ে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, "বাবলা বড়ুয়া ও চয়ন বড়ুয়া ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কাজের সন্ধানে কলকাতা থেকে ভিয়েতনামের হো চি মিন সিটিতে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পাসপোর্ট পরীক্ষা করার সময় তাদের ধরা পড়ে।"
এয়ারপোর্ট থানার সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ সালে তারা হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করেন। পরে তারা মহারাষ্ট্রের পুনেতে যান, যেখানে নিজেদের নাম পাল্টে নকল কাগজপত্র তৈরি করেন। বাবলা বড়ুয়ার নাম বদলে রাহুল গৌতম চৌধুরী এবং চয়ন বড়ুয়ার নাম সুমন আদিত্য সাহা রাখা হয়। সম্প্রতি তারা ওই নামে ভুয়া পাসপোর্ট তৈরি করে ভিয়েতনাম যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছান, কিন্তু ধরা পড়েন।
এর আগে, কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার সময় জ্যাকি হালদার নামে আরেক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছিল।