শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া, কার্যকর আজ রাত থেকে


শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া, কার্যকর আজ রাত থেকে

দীর্ঘ পাঁচ দিন ধরে চলা সীমান্ত উত্তেজনার অবসান ঘটাতে শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের নেতাদের এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা আসে। বৈঠকটি মালয়েশিয়ার মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম এএফপির বরাতে এ তথ্য জানা গেছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘‘কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি অভিন্ন সমঝোতায় পৌঁছেছে। যার প্রথম শর্ত, তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি সোমবার রাত ১২টা (স্থানীয় সময়) থেকে কার্যকর হবে।’’

বৈঠকের পর প্রতিক্রিয়া জানিয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, থাইল্যান্ডের সঙ্গে হওয়া শর্তহীন যুদ্ধবিরতি চুক্তি দুই দেশের মধ্যে উত্তেজনার ইতি টানার পাশাপাশি সম্পর্ক পুনরুদ্ধারের পথ খুলে দিয়েছে।

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা দেওয়া সমাধানমূলক সব পদক্ষেপ আমাদের দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতির ভিত্তি তৈরি করবে এবং সম্পর্কের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার পথ খুলে দেবে।’’

এর আগে সোমবার দুপুরে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ারের সরকারি বাসভবন সেরি পেরদানায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের বহর পৌঁছায়। সেখানে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকাবাহী যানবাহনও দেখা যায়, যা বৈঠকে আন্তর্জাতিক নজরদারির ইঙ্গিত দেয়।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সোমবার সকাল ৭টার কিছু পর কুয়ালালামপুরে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ করেন। ওই সময় মালয়েশিয়ার আকাশে নিরাপত্তাবিষয়ক নজরদারি জোরদার করা হয়, বিমানগুলোকে চক্কর দিতে দেখা যায়।

সাক্ষাতের কয়েক ঘণ্টা পর, উভয় নেতা এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিরা আবারও আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মিলিত হন, যেখানে যুদ্ধবিরতি কার্যকরের চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×