ভারতে দুই বছরের শিশুর কামড়ে সাপের মৃত্যু
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৫১ পিএম, ২৭ জুলাই ২০২৫

ভারতের বিহার রাজ্যে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা—মাত্র দুই বছর বয়সি এক শিশু দাঁত দিয়ে কোবরা সাপকে মেরে ফেলেছে। বিষধর সাপটি তার হাত জড়িয়ে ধরার পর আতঙ্কিত না হয়ে শিশুটি পাল্টা প্রতিক্রিয়া দেখায় এবং কামড়ে সাপটিকে হত্যা করে।
ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে, পশ্চিম চম্পারণ জেলার মাজহাউলিয়া ব্লকের বাংকাটওয়া গ্রামে। শিশুটির নাম গোবিন্দ কুমার। বাড়ির পাশে খেলছিল সে, যখন একটি কোবরা সাপ দেখতে পায় এবং উৎসুক হয়ে একটি ইট ছুড়ে মারে। প্রত্যক্ষদর্শীদের মতে, ইটের আঘাতে সাপটি উত্তেজিত হয়ে শিশুর হাতে লেপ্টে ধরে। কিন্তু গোবিন্দ ভয় না পেয়ে হঠাৎ সাপটিকে শক্ত কামড়ে বসে, এবং সেই আঘাতেই সাপটির মৃত্যু হয়।
গোবিন্দর দাদি মাতেশ্বরী দেবী বলেন, ‘আমরা যখন সাপটি শিশুর হাতে জড়ানো অবস্থায় দেখি, তখন সবাই দৌড়ে যাই। কিন্তু ততক্ষণে ও সাপটিকে কামড়ে মেরে ফেলেছে।’
ঘটনার পরপরই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে, কারণ কোবরার কামড় তাকে বিষক্রিয়ায় আক্রান্ত করে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে স্থানান্তর করা হয় বেত্তিয়ার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির কামড়ে সাপটির মাথা ও মুখমণ্ডলে মারাত্মক জখম হয়, যা তার মৃত্যুর কারণ। তারা এটিকে ‘অত্যন্ত বিরল’ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। ভাগ্যক্রমে, বিষক্রিয়া গুরুতর আকার নেয়নি এবং সময়মতো চিকিৎসা পাওয়ায় শিশুটি এখন আশঙ্কামুক্ত।
চিকিৎসক ডা. সৌরভ কুমার জানান, ‘সময়মতো চিকিৎসা দেওয়ায় গোবিন্দের জীবন বেঁচে গেছে। শিশুটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে এবং আমাদের পর্যবেক্ষণে রয়েছে।’
এই ব্যতিক্রমধর্মী ঘটনাটি স্থানীয়ভাবে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। চিকিৎসক ও সাধারণ মানুষ বিস্ময় নিয়ে আলোচনা করছেন শিশুটির সাহস ও অব্যাখ্যনীয় প্রতিক্রিয়ার বিষয়টি নিয়ে।