ভারতে মনসা দেবী মন্দিরে পদদলনে ৭ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:১১ পিএম, ২৭ জুলাই ২০২৫

রবিবার গভীর রাতে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরে অবস্থিত মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫৫ জন। মন্দিরে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত ভক্তরা দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার বিস্তারিত জানিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মন্দিরে যাওয়ার সিঁড়িতে হুড়োহুড়ির ফলে পদদলনের সৃষ্টি হয়। এতে গুরুতর আহত হন বহু ভক্ত, যাদের মধ্যে অনেককে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অনেককেই।
গাড়ওয়াল বিভাগের পুলিশ কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে বলেন, দুর্ঘটনার আগে মনসা দেবী মন্দিরে প্রচুর ভক্তের ভিড় হয়েছিল। আতঙ্ক ছড়িয়ে পড়ার পর মানুষজন একসঙ্গে ছুটতে শুরু করলে পদদলনের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হওয়ার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা অন্তত ৫৫ জন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক বিবৃতিতে বলেন, আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তিনি আরও জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।
ভারতে ধর্মীয় উৎসব বা তীর্থযাত্রার সময় এমন পদদলনের ঘটনা নতুন নয়। সম্প্রতি বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে।
চলতি বছরের জানুয়ারিতে উত্তর ভারতের প্রয়াগরাজে কুম্ভ মেলার সময় পদদলনে প্রাণ হারান অন্তত ৩০ জন। তার আগে মে মাসে গোয়ার একটি অগ্নিপদযাত্রায় ছয়জন নিহত হন। জুন মাসে ওড়িশায় আরেক ধর্মীয় উৎসবে পদদলনে প্রাণ হারান তিনজন।
সূত্র: এনডিটিভি, এএফপি।