মোদির মালদ্বীপ সফরে ৫৭ কোটি ডলারের ঋণ, সম্পর্ক নতুন মোড়


মোদির মালদ্বীপ সফরে ৫৭ কোটি ডলারের ঋণ, সম্পর্ক নতুন মোড়

দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের পর মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদারে বড় পদক্ষেপ নিলো ভারত। দ্বিপক্ষীয় বন্ধন মজবুত করতে দেশটিকে প্রায় ৫৭ কোটি ডলার ঋণ সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দিনের সরকারি সফরে মালদ্বীপ পৌঁছে দেশটির উন্নয়ন সহযোগিতা বাড়াতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার শুরু হওয়া সফরে তিনি মালদ্বীপকে ৫৬ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা শুরুর কথাও জানান তিনি।

মোদির এ সফরকে ঘিরে দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। মালদ্বীপে চীনের বাড়তে থাকা প্রভাব রুখতে নয়াদিল্লি সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর চীনঘেঁষা অবস্থান ভারতের দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০২৩ সালে ভারতবিরোধী প্রচারণা চালিয়ে নির্বাচিত হন মুইজ্জু। দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তিনি চীন গিয়েছিলেন, যা প্রচলিত কূটনৈতিক রীতিনীতিকে ভেঙে দিয়েছিল। এরপর মালদ্বীপে অবস্থানরত ভারতের একটি সামরিক দলকে সরে যেতে বাধ্য করেন তিনি। ওই দলটি দুটি উদ্ধার হেলিকপ্টার ও একটি নজরদারি বিমান পরিচালনার দায়িত্বে ছিল।

এই ঘটনাগুলো ভারত-মালদ্বীপ সম্পর্ককে বেশ নড়বড়ে করে তোলে। তবে অর্থনৈতিক সংকটে পড়া মালদ্বীপের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি কিছুটা পাল্টায় ভারত। বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে থাকা দেশটিকে আর্থিক সহায়তার মাধ্যমে সহযোগিতা করে নয়াদিল্লি।

সম্প্রতি প্রেসিডেন্ট মুইজ্জু তার আগের ভারতবিরোধী মনোভাব থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। গত এক বছরে দুইবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেন তিনি এবং সম্পর্ক পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন। শুক্রবার এক বিবৃতিতে মুইজ্জু বলেন, "ভারতের এই আর্থিক সহায়তা মালদ্বীপের নিরাপত্তা বাহিনী শক্তিশালীকরণসহ স্বাস্থ্য, আবাসন ও শিক্ষাখাতের উন্নয়নে কাজে লাগানো হবে।"

মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে শনিবার দেশটি ছাড়বেন মোদি। সফরের অংশ হিসেবে তিনি ভারতে অবস্থান করেই হানিমাধু দ্বীপে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন, যেখানে ভারতের অর্থায়ন রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×