ইসরায়েলের দিকে ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৩৮ পিএম, ২৬ জুলাই ২০২৫

ইসরায়েলের দক্ষিণ-পূর্বাঞ্চলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, "শুক্রবার সন্ধ্যায় ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমানবাহিনী সফলভাবে প্রতিহত করেছে।"
এদিকে, জরুরি চিকিৎসা সহায়তা প্রদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানেনি এবং এতে কেউ আহতও হয়নি।
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত হওয়ার পর দক্ষিণ-পূর্ব ইসরায়েলের একাধিক এলাকায় সতর্কতা সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সাবধান করা হয়।
এর আগে, গত মঙ্গলবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথি বিদ্রোহীরা। তখনও আইডিএফ হামলার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার দাবি করেছিল।
২০২৩ সালের অক্টোবর থেকে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
তবে হুথিদের নিক্ষেপ করা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অনেক সময় সেগুলো লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশেই ধ্বংস করা হয়েছে। হুথিদের এসব আক্রমণের জবাবে ইসরায়েলও ইয়েমেনের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: রয়টার্স, সিনহুয়া