দুই শতাধিক ব্রিটিশ এমপির চিঠি: ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’


দুই শতাধিক ব্রিটিশ এমপির চিঠি: ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারকে চিঠি দিয়েছেন পার্লামেন্টের ২২১ জন এমপি। শুক্রবার এই যৌথ চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

চিঠিতে স্বাক্ষরকারী এমপিরা ৯টি ভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে শুধু লেবার পার্টিই নয়, প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টিরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন।

হাউস অব কমন্সে মোট আসনের সংখ্যা ৬৫০টি। এই চিঠিতে স্বাক্ষর করে কার্যত এক-তৃতীয়াংশ এমপি ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে একমত হয়েছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বর্তমান সরকারের ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নার এবং হোম সেক্রেটারি ইয়েভেট কুপারও।

চিঠিতে লেখা হয়েছে, “আমরা জানি যে একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা যুক্তরাজ্যের নেই; কিন্তু ফিলিস্তিনের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং যেহেতু যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই আমাদের বিশ্বাস যে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে দেশটির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে।”

চিঠি দেওয়ার এই পদক্ষেপের ঠিক দুই দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে তার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এই প্রেক্ষাপটেই ব্রিটিশ এমপিদের এমন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে এমপিদের আহ্বানে সরাসরি সাড়া দেননি প্রধানমন্ত্রী স্টারমার। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সময়সাপেক্ষ।

তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত সেই লক্ষ্যের একেবারে শেষ ধাপ; কিন্তু তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ জরুরি। এগুলোর মধ্যে রয়েছে— গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মির মুক্তি এবং সেখানে একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি। এসব না হলে স্বীকৃতির পদক্ষেপ তেমন কোনো বাস্তব ফল বয়ে আনবে না। যুক্তরাজ্য তার ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে এসব লক্ষ্য অর্জনে নিবিড়ভাবে কাজ করছে।”

সূত্র: আলজাজিরা, আরটি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×