বিহারে অ্যাম্বুলেন্সের ভেতরে অসুস্থ তরুণীকে গণধর্ষণ


বিহারে অ্যাম্বুলেন্সের ভেতরে অসুস্থ তরুণীকে গণধর্ষণ

নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সের ভেতরে গণধর্ষণের শিকার হন তরুণী।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিহারে গত ২৪ জুলাই এ ঘটনা ঘটে। ওইদিন বিহারের গোধ বায়ার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে নিরাপত্তা বাহিনী হোম গার্ডের শারীরিক পরীক্ষা চলছিল। তখন সেখানে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন ২৬ বছর বয়সী এক তরুণী। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ তরুণী অভিযোগ করেছেন, যখন তিনি অ্যাম্বুলেন্সে অজ্ঞান অবস্থায় ছিলেন তখন অজ্ঞাত একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। তার অভিযোগের পর বোধ গায়া পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমার নামে দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভির ফুটেজের মাধ্যমে অ্যাম্বুলেন্স কোন পথে গিয়েছিল সেটি নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: এনডিটিভি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×