থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া কোনও উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:২৩ পিএম, ২৪ জুলাই ২০২৫

দক্ষিণ-পূর্ব এশিয়ায় পুরনো সীমান্ত বিরোধ ফের রক্তক্ষয়ী সংঘাতে গড়াচ্ছে। পান্না ত্রিভুজ নিয়ে থাইল্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার মাঝেই এবার সরাসরি যুদ্ধের সম্ভাবনার কথা জানালেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে হুন সেন অভিযোগ করেন, ‘আজ থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার সেনাদের লক্ষ্য করে আক্রমণ করেছে। এটি ছিল পূর্বপরিকল্পিত, কারণ আমাদের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই হামলার নির্দেশ থাই সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড আগের দিনই দিয়েছে।’
পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘থাইল্যান্ডের সেনাবাহিনী আগেই জানিয়েছিল যে তারা সীমান্তের তা মোয়ান থম মন্দিরের প্রবেশপথ বন্ধ করবে। আজ সকালের বিমান হামলা সেই ঘোষণারই বাস্তবায়ন।’
তিনি বলেন, ‘এই মুহূর্তে যুদ্ধ ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তবে প্রিয় কম্বোডীয়দের প্রতি অনুরোধ— আতঙ্কিত হবেন না, চাল-ডাল বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করবেন না এবং অতিমূল্যে বিক্রি থেকেও বিরত থাকবেন।’
হুন সেন, যিনি এক সময় কম্বোডিয়ার সেনাবাহিনীর জেনারেল ছিলেন, ১৯৮৫ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন এবং ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ২৫ বছর তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কম্বোডিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ, সিনেটের প্রেসিডেন্ট পদে রয়েছেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী হুন মানেতের পিতা এবং সাবেক উপসেনাপ্রধান হিসেবেও পরিচিত।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামের এক এলাকা, যেখানে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে। ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনায় সমৃদ্ধ এই এলাকা দুই দেশই নিজেদের বলে দাবি করে আসছে বহু বছর ধরে।
দীর্ঘ সংঘাতের পর ১৫ বছর আগে দুই দেশ অস্ত্রবিরতিতে পৌঁছায়। তবে চলতি বছরের মে মাসে থাই সীমান্তের কাছে এক কম্বোডীয় সেনা নিহত হলে আবারও উত্তেজনা বাড়তে শুরু করে।
বুধবার কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনে এক থাই সেনা গুরুতর আহত হন। এরপর বৃহস্পতিবার সকালে কম্বোডিয়ার দুটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় থাইল্যান্ডের বিমান বাহিনী।
এই অভিযানের জবাবে কম্বোডিয়ার সেনাবাহিনী থাইল্যান্ডের বান নাম ইয়েন প্রদেশে রকেট হামলা চালায়। এতে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র: সিএনএন