সৈন্যদের প্রকৃত যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন কিম জং উন


সৈন্যদের প্রকৃত যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন কিম জং উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির সামরিক বাহিনীকে ‘প্রকৃত যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’ থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সামরিক বাহিনীর আর্টিলারি ইউনিটের গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণকালে এই নির্দেশনা প্রদান করেন। বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনের ভিডিওতে দেখা গেছে, আর্টিলারি ইউনিটের সৈন্যরা সাগরের দিকে গোলাবর্ষণ করছে। কিম জং উন নিজে একটি পর্যবেক্ষণ চৌকিতে দাঁড়িয়ে দূরবীন দিয়ে এই মহড়া লক্ষ্য করেন। তার পাশে ছিলেন সামরিক বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তা। তবে এই মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা সরকারি ভাবে জানানো হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম জং উন তার সৈন্যদের বারবার বলেছেন যে, ‘প্রকৃত যুদ্ধের’ জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, ‘সৈন্যদের প্রত্যেক যুদ্ধে শত্রুপক্ষকে ধ্বংস করার সক্ষমতা অর্জন করতে হবে।’

এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন পিয়ংইয়ং রাশিয়ার ইউক্রেন যুদ্ধে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, গত বছর উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১০ হাজারের বেশি সেনা, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট পাঠিয়েছে।

সিউল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করার সময় অন্তত ৬০০ উত্তর কোরীয় সৈন্য নিহত এবং আরও কয়েক হাজার আহত হয়েছেন।

সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎকালে কিম জং উন মস্কোর প্রতি ইউক্রেন যুদ্ধে পূর্ণ সমর্থন প্রদানের প্রতিশ্রুতি দেন। এর আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষার শর্তাবলী অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×