রাশিয়ায় সেই বিমান বিধ্বস্তে সব আরোহীর মৃত্যু


রাশিয়ায় সেই বিমান বিধ্বস্তে সব আরোহীর মৃত্যু

রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় যাত্রী ও ক্রুসহ সব আরোহী প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটিতে মোট ৪৯ জন ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে জঙ্গলের ভেতর পোড়া ধ্বংসাবশেষ দেখা যায়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল আনটোনভ-২৪ মডেলের, যা পরিচালনা করছিল সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্স।

রুশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি প্রকাশিত একটি আট সেকেন্ডের ভিডিও ফুটেজে ঘন জঙ্গলের ভেতর ধোঁয়াচ্ছন্ন অবস্থায় বিমানের পুড়ে যাওয়া অংশ দেখা গেছে।

রাশিয়ার আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, ব্লাগোভেশচেনস্ক শহর থেকে উড়াল দেওয়া বিমানটি গন্তব্যে ছিল চীনা সীমান্তঘেঁষা টাইন্দা শহরের উদ্দেশ্যে। মাঝ আকাশে এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

‘বিমানটিতে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন,’ বলেন গভর্নর অরলভ। তিনি আরও নিশ্চিত করেন, ‘সবারই মৃত্যু হয়েছে।’

নিখোঁজ উড়োজাহাজের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে আমুর অঞ্চলের একটি দুর্গম বনাঞ্চলে এর ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সেখানে বিমানের ফিউসেলাজ থেকে আগুন জ্বলতে দেখা যায়।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জরুরি বিভাগের একাধিক হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×