যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে জাপান, জানালেন ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:১৯ পিএম, ২৩ জুলাই ২০২৫

জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৃহৎ বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই ঘোষণাটি দেন তিনি, যা আলজাজিরার এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
ট্রাম্প জানান, কয়েক মাসের ধারাবাহিক আলোচনা শেষে জাপান এবং ফিলিপিন্সের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে যুক্তরাষ্ট্র। তার ভাষ্যে, এই চুক্তি চলমান শুল্ক নীতিতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে।
নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে। পাশাপাশি, জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে। সূত্র অনুযায়ী, এ অর্থনৈতিক উদ্যোগটি উভয় দেশের জন্য লাভজনক হবে।
নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘আমরা জাপানের সঙ্গে একটি বড় চুক্তি সম্পন্ন করেছি, সম্ভবত এটিই এখন পর্যন্ত করা সবচেয়ে বড় চুক্তি।" তিনি আরও বলেন, "আমার নির্দেশে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যা লাভের ৯০ শতাংশ পাবে।’
ট্রাম্প আরও জানান, চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল এবং কিছু কৃষিপণ্যের রপ্তানির সুযোগও বাড়াবে। তার মতে, এই চুক্তি লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে।
পরে কংগ্রেস সদস্যদের সঙ্গে এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প জানান, আলাস্কায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উত্তোলনে একটি যৌথ প্রকল্প চালুর বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে।
অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, যার দল সদ্যসমাপ্ত নির্বাচনে সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, বুধবার সাংবাদিকদের বলেন, তিনি এ বিষয়ে মন্তব্য করার আগে বিষয়গুলো আরও গভীরভাবে পর্যালোচনা করবেন।