সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ২৩ হাজারের বেশি প্রবাসী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫৪ পিএম, ২০ জুলাই ২০২৫

সৌদি আরবজুড়ে অভিবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ২৩ হাজারের বেশি বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ব্যাপক ধরপাকড় অভিযান ১০ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে পরিচালিত হয় বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবরটি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবরণ অনুযায়ী, মোট ২৩,১৬৭ জন অভিবাসীকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪,৫২৫ জন আবাসন সংক্রান্ত আইন, ৫,৫১১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩,৩১৩ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন।
অন্যদিকে, অবৈধভাবে সৌদি সীমান্ত অতিক্রম করার সময় ধরা পড়েছেন ১,৫৯৩ জন, যাদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়ান এবং ইয়েমেনি নাগরিক। বিবৃতিতে জানানো হয়, এই গ্রুপের ৬৯ শতাংশ ইথিওপিয়ান, ৩০ শতাংশ ইয়েমেনি এবং বাকি অংশ অন্য দেশ থেকে আগত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরও ৪১ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, অবৈধ অভিবাসীদের আশ্রয় ও পরিবহনের দায়ে ২২ জন স্থানীয় বাসিন্দাকেও আটক করা হয়েছে।
বর্তমানে ১৬,৪৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, যাদের মধ্যে ১৪,২৫৫ জন পুরুষ এবং ২,১৮৬ জন নারী রয়েছেন।
গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে ৮,৬২২ জনকে নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য। ইতোমধ্যে ৩,৩৯৩ জনকে ফেরত পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ১০,৫৮৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানোও শেষ হয়েছে।
সৌদি আরবের আইন অনুযায়ী, কেউ অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে তার বিরুদ্ধে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে বারবার সতর্ক করে আসছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাসকারী সৌদি আরবে লাখ লাখ অভিবাসী শ্রমিক কাজ করেন বিভিন্ন খাতে। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো প্রায় নিয়মিতভাবেই অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান ও গ্রেপ্তারের খবর প্রকাশ করে আসছে।
সূত্র: গালফ নিউজ