পশ্চিমাদের রাশিয়ার নতুন সতর্কবার্তা: আগাম হামলার ইঙ্গিত মেদভেদেভের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫১ পিএম, ২০ জুলাই ২০২৫

ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা যখন বিশ্ব রাজনীতির কেন্দ্রে, তখন সরাসরি আগাম হামলার হুমকি দিল রাশিয়া। পশ্চিম যদি সংঘাত থামাতে ব্যর্থ হয়, তবে মস্কো আর ধৈর্য ধরবে না—এমনটাই বার্তা দিলেন রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।
বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ স্পষ্টভাবে জানিয়েছেন, “নেটো বা ইউরোপের দেশগুলোতে রাশিয়ার হামলার কোনো পরিকল্পনা নেই।” তবে তিনি সতর্ক করে বলেন, পশ্চিম যদি ইউক্রেন সংঘাত দীর্ঘায়িত করতে থাকে, তাহলে মস্কো উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে এবং প্রয়োজন হলে আগাম হামলাও চালাতে পারে।
রাশিয়ার সংসদ দুমার বার্তা সংস্থা ‘তাস’ মেদভেদেভের বক্তব্যটি পুরোপুরি প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, তার কথার সুর থেকে বোঝা যাচ্ছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থানের কারণে মস্কোর সঙ্গে তাদের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন—এই ঘটনাকে রাশিয়া কৌশলগত একটি বার্তা হিসেবে দেখছে। মেদভেদেভের ভাষায়, “এই পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প উভয়েই ইউক্রেন সংকটকে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে একটি ‘ছায়া যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন এবং একাধিকবার এর ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর নেটো এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ আশঙ্কা করেছে, রাশিয়া হয়তো ভবিষ্যতে নেটো সদস্য দেশগুলোর ওপর হামলা চালাতে পারে। তবে মেদভেদেভ এই আশঙ্কাকে পুরোপুরি “অর্থহীন” বলে উড়িয়ে দেন। বরং তার দাবি, “পশ্চিমা নেতারাই উত্তেজনা বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে কাজ করছেন।”
এ বক্তব্য স্পষ্ট করছে যে, রাশিয়া পরিস্থিতির প্রতি নজর রাখছে এবং প্রয়োজনে কৌশলগত পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।