রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:৩৯ পিএম, ২০ জুলাই ২০২৫

এক মাস বিরতির পর ইউক্রেন আবারও রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চায়। চলমান যুদ্ধের নিষ্পত্তিতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কিয়েভ, এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, তারা রাশিয়ার সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত। এই খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এক ভিডিও ভাষণে জেলেনস্কি জানান, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের নতুন প্রধান রুস্তেম উমেরভ তার রুশ সমমর্যাদার কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “যুদ্ধবিরতির লক্ষ্যে যা যা করা দরকার, সবকিছু করতে হবে। রাশিয়াকে সিদ্ধান্ত নিতে হবে, আর লুকিয়ে থাকার সুযোগ নেই।”
ভিডিও বার্তায় জেলেনস্কি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহও পুনর্ব্যক্ত করেন। তার ভাষায়, “শান্তি নিশ্চিত করতে নেতৃত্ব পর্যায়ের একটি বৈঠক জরুরি, স্থায়ী শান্তির জন্য এটাই প্রয়োজন।” তবে, রাশিয়ার পক্ষ থেকে এ প্রস্তাবের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
সম্প্রতি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রুস্তেম উমেরভ, যিনি এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তার ওপরই বর্তমান শান্তি প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উমেরভ এর আগে তুরস্কে অনুষ্ঠিত দুটি শান্তি আলোচনায় ইউক্রেনীয় দলের নেতৃত্ব দেন। সেই আলোচনাগুলোতে মূল অগ্রগতি হয়েছিল যুদ্ধবন্দি ও মৃত সেনাদের বিনিময় ঘিরে। তবে রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় কিছু কঠিন শর্ত উঠে আসে, যেমন—দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝঝিয়াসহ চারটি অঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়া এবং পশ্চিমা সামরিক সহায়তা প্রত্যাখ্যান করা—যা ইউক্রেনের কাছে একেবারেই গ্রহণযোগ্য ছিল না।
জেলেনস্কির নতুন এই শান্তি প্রচেষ্টা ইউক্রেনের যুদ্ধনীতিতে একটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।