দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত ১৪, নিখোঁজ ১২-এর বেশি


দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত ১৪, নিখোঁজ ১২-এর বেশি

দক্ষিণ কোরিয়ায় কয়েকদিন ধরে চলা ভারি বর্ষণে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। দেশজুড়ে দুর্যোগ পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, টানা মুষলধারে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধস ইতোমধ্যেই অন্তত ১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ১২ জন, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী সিউলের উত্তরে অবস্থিত জনপ্রিয় পর্যটন শহর গ্যাপিয়ং-এ ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে অনেক মানুষ কাদামাখা রাস্তায় হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন।

সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় এলাকা। যদিও বর্তমানে বৃষ্টিপাত কিছুটা কমেছে, আবহাওয়া বিভাগ জানিয়েছে যে রাজধানী সিউল এবং উত্তরের কিছু অংশে এখনও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়ে গেছে।

বন্যার কারণে হাজার হাজার সড়ক, ভবন এবং অবকাঠামো পানিতে তলিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে বিপুল পরিমাণ কৃষিজমি, পাশাপাশি মারা গেছে অসংখ্য গবাদি পশু।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার থেকে শুরু হওয়া এই অতি বৃষ্টির ফলে প্রায় ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। এর পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ৪১ হাজারের বেশি পরিবারে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে দক্ষিণাঞ্চলের সানচেয়ং কাউন্টিতে, যেখানে একাই ছয়জনের মৃত্যু হয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, "উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, এবং আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা।"

এদিকে দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও সামরিক বাহিনী যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×