গাজায় ইসরায়েলের নতুন অভিযান, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৪০ পিএম, ২০ জুলাই ২০২৫

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে হামাস বিরোধী নতুন অভিযানের অংশ হিসেবে ফিলিস্তিনি বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল। প্রথমবারের মতো ওই অঞ্চলে বড় আকারের অভিযান চালানোর প্রস্তুতির কথা জানিয়ে, ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
রবিবার এক ঘোষণায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, "দেইর এল-বালাহ এলাকায় আশ্রয় নেওয়া বাসিন্দা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অবিলম্বে সরে যাওয়া উচিত। ইসরায়েল দেইর এল-বালাহর আশেপাশে অভিযান সম্প্রসারিত করছে। নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূলের আল-মাওয়াসি এলাকার দিকে সরে যান।"
এদিকে একটি সংশ্লিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা যুদ্ধ পরিকল্পনা ব্যাখ্যা করে এবং গাজায় আটক ব্যক্তিদের কীভাবে নিরাপত্তা দেবে তা স্পষ্ট করে জানায়।
রবিবার গাজার সিভিল ডিফেন্স এএফপিকে জানিয়েছে, রাতভর চলা ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটি ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে অন্তত সাতজন নিহত হয়েছে।
দুই সপ্তাহ ধরে গাজায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি এবং ১০ জন জিম্মি মুক্তির প্রস্তাব নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। ২০২৩ সালের হামাসের আক্রমণে অপহৃত ২৫১ জনের মধ্যে এখনো ৪৯ জন গাজায় আটকে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, এদের মধ্যে ২৭ জন ইতোমধ্যে মারা গেছে।
গত শনিবার, ইসরায়েলের তেল আবিব শহরে জিম্মিদের পরিবারগুলোর আয়োজনে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জিম্মিদের ফিরিয়ে আনার এবং যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হয়।
এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরের জাবালিয়া এলাকায় তারা স্থল অভিযান জোরদার করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, অভিযানে তারা বহু 'সন্ত্রাসী'কে হত্যা করেছে এবং শত শত 'সন্ত্রাসী স্থাপনা' ধ্বংস করেছে। পাশাপাশি, প্রায় ২০ মিটার গভীরতায় ২.৭ কিলোমিটার দীর্ঘ একটি 'সন্ত্রাসী সুড়ঙ্গ' শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
এএফপির বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় ১,২১৯ জন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। অন্যদিকে, গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাল্টা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৫৮,৬৬৭ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।
সূত্র: এএফপি