রাশিয়ার উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


রাশিয়ার উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রবিবার রাশিয়ার পূর্ব উপকূলে একাধিক শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

গ্রিনিচ মান সময় অনুযায়ী সকাল ৮টা ৪৯ মিনিটে রিখটার স্কেলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। এরপর ইউএসজিএস সতর্ক করে জানায়, এই ভূমিকম্প থেকে বিপজ্জনক সুনামির ঢেউ তৈরি হতে পারে। এর আগে ৫.০ ও ৬.৭ মাত্রার দুটি ভূমিকম্প হলেও তখন তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরের কাছাকাছি প্রশান্ত মহাসাগরের নিচে। কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের উপকূলীয় এলাকাগুলোকে সম্ভাব্য সুনামি ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার উপকূলে সৃষ্ট ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত হতে পারে। এছাড়া জাপান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে ৩০ সেন্টিমিটারের কম উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, বেরিং সাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত কমান্ডার দ্বীপপুঞ্জে ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর কামচাটকা উপদ্বীপে ১৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ দেখা দিতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা আরও জানায়, প্রাথমিক কম্পনের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল ৬.৭ মাত্রার। মূল ভূমিকম্পটির কেন্দ্র ছিল কামচাটকা অঞ্চলের রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে।

প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় কামচাটকা উপদ্বীপ দীর্ঘদিন ধরেই একটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ১৯০০ সাল থেকে এ অঞ্চল ৮.৩ বা তার বেশি মাত্রার সাতটি বড় ধরনের ভূমিকম্পের অভিজ্ঞতা লাভ করেছে।

সূত্র: এএফপি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×