অভিবাসনে কঠোর অবস্থান জার্মানির, ৮১ আফগানকে ফেরত পাঠানো হয়েছে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫২ পিএম, ১৯ জুলাই ২০২৫

আফগানিস্তানে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ৮১ জন আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে জার্মানি, অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিচ্ছে দেশটির নতুন প্রশাসন।
জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালে একটি ফ্লাইট আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানে থাকা প্রত্যেক ব্যক্তিই জার্মান আদালতে দোষী সাব্যস্ত এবং তাদের বিরুদ্ধে দেশে থাকার বৈধ অধিকার বাতিল করে বহিষ্কারের নির্দেশ ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিনডট বলেন, “যারা আমাদের দেশে গুরুতর অপরাধ করেছে, তাদের এখানে থাকার সুযোগ নেই। আফগানিস্তানে নিরাপদ প্রত্যাবাসনের প্রক্রিয়া আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।” তিনি আরও জানান, জার্মানি এখন অভিবাসন বিষয়ে “নীতিগত পরিবর্তন” এর পথে এগোচ্ছে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর জার্মানি কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয় এবং তখন থেকেই আফগান নাগরিকদের ফেরত পাঠানো বন্ধ ছিল। তবে এই নিষেধাজ্ঞা শিথিল করে গত বছর প্রথমবারের মতো আগের সরকার ২৮ জন আফগান অপরাধীকে ফেরত পাঠায়।
সাম্প্রতিক এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটি সরাসরি তালেবান সরকারের সঙ্গে না হলেও, কাতারের সহায়তায় সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই পদক্ষেপ দেশটির নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের নেতৃত্বে অভিবাসন নিয়ন্ত্রণে জার্মান সরকারের কঠোর মনোভাবেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: এএফপি