ব্রহ্মপুত্রে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু, ঘোষণা চীনা প্রধানমন্ত্রীর


ব্রহ্মপুত্রে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু, ঘোষণা চীনা প্রধানমন্ত্রীর

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্রহ্মপুত্র নদীতে একটি মেগা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১৩ জুলাই) চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেন সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি শহরে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। খবর চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার।

লি কিয়াং, যিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন, মেইনলিং জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ নির্মাণস্থলে এই ঘোষণা দেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এবং পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নাসহ একাধিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন প্রকল্পের বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিরাও।

প্রস্তাবিত এই প্রকল্পে পাঁচটি ক্যাসকেড জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, যেগুলো ভাটির দিকে একটির পর একটি সারিবদ্ধভাবে স্থাপিত হবে। প্রাক্কলিত বাজেট অনুযায়ী, প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ২ হাজার কোটি ইউয়ান, যা প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলারের সমান।

প্রকল্পটি প্রাথমিকভাবে অন্যান্য প্রদেশে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে নির্মিত হলেও, সিজাং অঞ্চলের স্থানীয় বিদ্যুৎ চাহিদাও এতে মেটানো হবে বলে জানানো হয়েছে।

এদিকে, প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনার জন্য চায়না ইয়াজিয়াং গ্রুপ কোম্পানি লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। বেইজিংয়ে সম্প্রতি কোম্পানিটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যেখানে চীনের উপপ্রধানমন্ত্রী এবং সিপিসি রাজনৈতিক ব্যুরোর সদস্য ঝাং গুওকিং উপস্থিত ছিলেন।

চীনের পক্ষ থেকে এ প্রকল্পকে ভবিষ্যতের টেকসই জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×