শ্রীপুরে তিন দিনের ব্যবধানে কবর থেকে পাঁচটি কঙ্কাল চুরি
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:০৭ পিএম, ০৭ জুলাই ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিন দিনের ব্যবধানে বিভিন্ন কবরস্থান থেকে অন্তত পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার (৭ জুলাই) ভোরে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার একটি পারিবারিক কবরস্থান থেকে দুটি কঙ্কাল অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়। এর আগে ৪ জুলাই উপজেলার গাজীপুর ইউনিয়নের ভূতুলিয়া ঢংপাড়া মসজিদসংলগ্ন কবরস্থান থেকে আরও দুটি এবং ভূতুলিয়া দক্ষিণপাড়ার বাচ্চু মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে একটি কঙ্কাল চুরি হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের আশঙ্কা, চুরি হওয়া কঙ্কালগুলো কোনো গোপন উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছি। চুরি হওয়া কবরগুলো প্রায় দুই বছর আগে খোঁড়া হয়েছিল। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং অচিরেই জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঢাকাওয়াচ/এমএস