সন্দ্বীপে ৩৪০টি ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী


saurav/navy.jpg

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নির্মিত ৩৪০টি ব্যারাক হাউজ স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (৭ জুলাই) এই ঘরগুলো সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এসব ব্যারাক হাউজ নির্মাণ করেছে নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে রয়েছে আলাদা রান্নাঘর এবং বাথরুমের ব্যবস্থা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে এসব ঘর হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলার বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী এবং কক্সবাজারে মোট ২৩টি প্রকল্পের অধীনে ৪ হাজার ৫৬০টি ব্যারাক হাউজ নির্মাণ করে তা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী। এসব ব্যারাকে প্রায় ৩৪ হাজার ১৬৫টি গৃহহীন পরিবার নতুন ঠিকানা পেয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×