গাজা একটি কিলিং ফিল্ড হয়ে উঠেছে: জাতিসংঘ মহাসচিব


গাজা একটি কিলিং ফিল্ড হয়ে উঠেছে: জাতিসংঘ মহাসচিব
আন্তোনিও গুতেরেস

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের কারণে গাজা একটি ‘কিলিং ফিল্ড’ বা হত্যার ক্ষেত্র হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। উপত্যকাটিতে মঙ্গলবার (৮ এপ্রিল)  কমপক্ষে ২৬ ফিলিস্তিনি নিহতের পর এই মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘ইসরায়েলি হামলা এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে আরোপিত অবরোধের মধ্যে গাজার বেসামরিক নাগরিকরা একটি অন্তহীন মৃত্যু লুপে আটকা পড়েছে। এটি এক মাসেরও বেশি সময় ধরে ২.৩ মিলিয়ন বা ২৩ লাখ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাহায্যের প্রবেশকে বাধা দিয়েছে।’

আন্তোনিও গুতেরেস আরও বলেন, ‘গাজায় গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং সিল করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। খাদ্য থেকে চিকিৎসা সরবরাহ এবং জ্বালানি সবকিছুর প্রবেশে দেয়া হচ্ছে বাধা।’

এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে উএনআরডব্লিউএ’র সঙ্গে যুক্ত ছয়টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ ও কর্মকর্তারা। এ ছাড়া লেবাননের বালবেক এবং বেকা উপত্যকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালানোর পাশাপাশি মার্কিন বাহিনী ইয়েমেনে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। হোদেইদাহতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন  আহত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×