পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা প্রদান শুরু হবে: ভারতীয় হাইকমিশনার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, দেশের জন্য চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা কার্যকর রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা অফিস সব ধরনের ভারতীয় ভিসা প্রদান শুরু করবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি সবার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং বলেন, আমি কুমুদিনীতে সপ্তমী পূজা উদ্যাপনে এসেছি, যা সবার জন্য একটি বিশেষ উপলক্ষ। দুর্গাপূজা দুই দেশেই উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে এবং এটি মানুষের কল্যাণ বয়ে আনবে বলে আশা করি।
প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর প্রাসাদ এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী তাঁকে স্বাগত জানান। তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্রে অংশগ্রহণের পর বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এবং কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক।
এর আগে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, কানাডার হাইকমিশনার অজিত সিং ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীও রণদা পূজামণ্ডপ পরিদর্শন করে আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।