ছাত্রীদের যৌন হয়রানি, উপজেলা জামায়াত নেতা দল থেকে বহিষ্কার


ছাত্রীদের যৌন হয়রানি, উপজেলা জামায়াত নেতা দল থেকে বহিষ্কার

মাদরাসাছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে নৈতিক স্খলনের প্রমাণ মেলায় নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তাকে দেওয়া দলীয় মনোনয়নও বাতিল করেছে জামায়াত।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় জেলা জামায়াত। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব।

তিনি জানান, সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষার্থীরা মোনায়েম হোসাইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে। অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ে কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যায়। এ কারণেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবদুর রাকিব আরও বলেন, মোনায়েম কিছুটা প্রাতিষ্ঠানিক রাজনীতির শিকার হয়েছেন। তদন্তে এনায়েতপুর মাদরাসার শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলও উঠে এসেছে। তবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন থেকে জামায়াতের সঙ্গে মোনায়েম হোসাইনের কোনো সম্পর্ক নেই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×