পাচার হওয়া কিছু অর্থ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরবে: অর্থ উপদেষ্টা


পাচার হওয়া কিছু অর্থ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরবে: অর্থ উপদেষ্টা

বিদেশে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশে ফেরত আনা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

অর্থ উপদেষ্টা বলেন, পাচারকারীরা সব বুদ্ধি জানেন। এটা আনতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন। তবে কিছুটা অগ্রগতি হয়েছে। অনেক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে হয় কিছু অর্থ আসতে পারে। বাকি অর্থের জন্য আমরা ক্ষেত্রে প্রস্তুত করছি।

তিনি আরও জানান, অর্থ ফেরত আনার আনুষ্ঠানিকতা এড়িয়ে চলা সম্ভব নয় এবং এজন্য আইনি পথে আগাতে হবে কারণ সরাসরি কোনো ব্যাঙ্ককে অনুরোধ করেই টাকা পাওয়া যাবে না। তার ভাষ্য, আপনারা জানেন, ১১-১২টি কেস আমরা একেবারে উচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছি। আর বাকি কেসগুলোর মধ্যে যেগুলো ২০০ কোটি টাকার বেশি তাদেরও ধরা হচ্ছে।

নতুন সরকার কি এই উদ্যোগ চালিয়ে যাবে কিনা সাজেশনের উত্তর দিতে গিয়ে সালেহউদ্দিন বলেন, তারা রাখতে বাধ্য। কারণ, যে প্রক্রিয়া আমরা চালু করব, তা চালু না থাকলে টাকা ফেরত আনা যাবে না। ওরা যদি বসে থাকে, তাহলে অর্থ ফেরত আসবে না। যদি অর্থ আনতে হয়, তাহলে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। এটাই আন্তর্জাতিক চর্চা।

তিনি যোগ করেন, ইতিমধ্যেই কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে এবং পাচারকারীদের কোথায় অ্যাকাউন্ট ও পাসপোর্ট আছে সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে বাকি কাজ সম্পন্ন করতে সময় লাগবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×