অবশেষে কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:৪০ এম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দোহায় ইসরায়েলি হামলায় এক কাতারি নাগরিক প্রাণ হারানোর পর সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির কাছে তিনি এ ক্ষমা চান।
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকের সময় যৌথ ফোনকলে এই দুঃখপ্রকাশ করা হয়। খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, প্রথম পদক্ষেপ হিসেবে কাতারে হামাসকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পাশাপাশি জিম্মি বিষয়ক আলোচনার সময় হামাস নেতৃত্বকে টার্গেট করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্যও দুঃখ প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে আর এ ধরনের হামলা হবে না।
গত ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এ হামলা চালায়। এতে অন্তত পাঁচজন হামাস সদস্য নিহত হন। তবে মূল নেতৃত্ব অক্ষত থাকে। এ সময় কাতারের নিরাপত্তা কর্মকর্তা বদর আল-দোসারিও প্রাণ হারান।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর দুঃখপ্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, ফোনকলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা চেয়েছেন এবং আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে কাতারের ভূখণ্ডে আর কোনো হামলা হবে না।
নেতানিয়াহুর কার্যালয়ের এক্স অ্যাকাউন্টে তার বক্তব্য উদ্ধৃত করে লেখা হয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমি চাই আপনি জানুন আমাদের হামলায় আপনার এক নাগরিক নিহত হওয়ায় ইসরায়েল গভীর দুঃখ প্রকাশ করছে। আমি আপনাকে নিশ্চিত করছি, আমাদের লক্ষ্য ছিল হামাস, কাতারি নাগরিক নয়।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত মন্তব্য করেছেন, নেতানিয়াহুর এই ক্ষমা প্রার্থনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।