পিআরে ভোট দেবেন সন্দ্বীপে, এমপি হবেন মালদ্বীপে


পিআরে ভোট দেবেন সন্দ্বীপে, এমপি হবেন মালদ্বীপে

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচন হলে জনগণের কাছে যাওয়ার প্রয়োজন থাকবে না। তার ভাষায়, ভোট দেবেন সন্দ্বীপে, এমপি হবেন মালদ্বীপে এ ধরনের উদ্ভট চিন্তাধারা বাংলাদেশের রাজনীতির উপযোগী নয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হাজারীবাগ বাজারে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।

ঢাকা-১০ আসনের বিএনপি, অঙ্গসংগঠন ও স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, এডিস মশা নিধন ও কার্যকর পয়ঃনিষ্কাশনের দাবি তুলে ধরা হয়।

সংস্কার প্রসঙ্গে ব্যারিস্টার অসীম বলেন, সরকার যদি প্রয়োজনীয় সংস্কার গ্রহণ করে, জনগণই তার মূল্যায়ন করবে। তবে অনেক সংস্কার সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয়, এজন্য জাতীয় সংসদ অপরিহার্য।

তিনি আরও বলেন, যারা সংবিধানকে অগ্রাহ্য করে অসাংবিধানিক বক্তব্য দিচ্ছেন, তারা আসলে পতিত স্বৈরাচারী শাসন ফিরিয়ে আনতে চাইছেন। তবে বাংলাদেশের মানুষ তা কখনো মেনে নেবে না।

অসীম অভিযোগ করেন, দেশের অবকাঠামো উন্নয়নের বড় কাজগুলো হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়। অথচ আওয়ামী লীগ গত ১৫ বছরে গণহত্যা, গুম, খুন, দমন-নিপীড়ন চালিয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ লুট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছে, কিন্তু কখনো কারও কাছে ক্ষমা চায়নি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির একজন নেতাকর্মীও বেঁচে থাকতে বাংলাদেশে কোনো স্বৈরাচার বিচার ছাড়াই পার পাবে না। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডসহ গত ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, নির্যাতন ও সম্পদ বিনষ্টের বিচার করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ধানমন্ডি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু নাসের লিটন, হাজারীবাগ থানা ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক আরজু, মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আব্দুল আজিজ, মো. মিজানুর রহমান মিজান ও মুরাদ হোসেন মন্টি প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×