ইলন মাস্ককে টপকে পৃথিবীর ধনী পরিবার ওয়ালটন


ইলন মাস্ককে টপকে পৃথিবীর ধনী পরিবার ওয়ালটন

২০২৪ সালের ধনী পরিবারের তালিকা প্রকাশ করেছে অর্থনীতি বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। সেই তালিকায় স্থান পেয়েছে পৃথিবীল বিভিন্ন দেশের মোট ২৫টি পরিবার। এর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়ালটন পরিবার। ভারত থেকে দুই পরিবার রয়েছে ব্লুমবার্গের ধনী পরিবারের তালিকায়।

২০২৪ সালের শেষে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার হল ওয়ালমার্টের ওয়ালটন পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৪৩২ দশমিক চার বিলিয়ন ডলার। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ ও আরবের রাজপরিবারগুলোর সম্পদের চেয়েও যা বেশি। ভারতের মধ্যে থেকে এই তালিকায় জায়গা করে নিয়েছে আম্বানি পরিবার। তারা রয়েছেন অষ্টম স্থানে। আর শাপুরজি পলোনজি মিস্ত্রি পরিবার রয়েছে ২৩তম স্থানে।

ওয়ালটন পরিবারের শীর্ষ স্থানে ফিরে আসা: ওয়ালটন পরিবার ব্লুমবার্গের ধনীতম পরিবারের তালিকায় ফিরে এসেছে মূলত ওয়ালমার্টের শেয়ারের কারণে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত, এ বছরের মধ্যে ওয়ালমার্টের শেয়ারের মূল্য ৮০ শতাংশ বেড়েছে, যা তাদের সম্মিলিত পারিবারিক সম্পদ ১৭২ দশমিক সাত বিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছে। তাদের সম্পদ বৃদ্ধির হার ছিল দিনে প্রায় ৪৭৩ দশমিক দুই মিলিয়ন ডলার বা প্রতি মিনিটে তিন লাখ ২৮ হাজার ৫৭৭ ডলার।

পৃথিবীর শীর্ষ পাঁচ ধনী পরিবার:

ওয়ালটন পরিবার (ওয়ালমার্ট): ৪৩২ দশমিক চার বিলিয়ন ডলারের মালিক তারা, যা কোম্পানির ৪৬ শতাংশ শেয়ার থেকে এসেছে। এই তিন প্রজন্মের পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করে। ওয়ালমার্টের দশ হাজার ৬০০টিরও বেশি স্টোর রয়েছে।

আল নাহিয়ান পরিবার (সংযুক্ত আরব আমিরাত): ৩২৩ দশমকি নয় বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাহিয়ান। এই পরিবারটি তেলসমৃদ্ধ অঞ্চল শাসন করে। তা ছাড়া, তারা আবুধাবির শেয়ার মার্কেটের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ করে।

আল থানি পরিবার (কাতার): ১৭২ দশমিক নয় বিলিয়ন ডলারের মালিক এই পরিবার তৃতীয় স্থানে রয়েছে। গ্যাস ও তেলই তাদের মূল সম্পদ।

হারমেস পরিবার (ফ্রান্স): বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী এই পরিবারের সম্পদের পরিমাণ ১৭০ দশমিক ছয় বিলিয়ন ডলার।

কোখ পরিবার (যুক্তরাষ্ট্র): ১৪৮ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের সম্পদসহ তেল ব্যবসায় যুক্ত তিন প্রজন্মের পরিবার।

ভারতের দুইটি পরিবার:

আম্বানি পরিবার: ৯৯ দশমিক ছয় বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে অষ্টম স্থানে রয়েছে মুকেশ আম্বানির পরিবার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাড়-বাড়ন্ত তাদের সম্পদের মূল উৎস।

মিস্ত্রি পরিবার (শাপুরজি পলোনজি): পাঁচ প্রজন্মের এই পরিবার তালিকায় ২৩তম স্থানে, তাদের সম্পদের পরিমাণ ৪১ দশমিক চার বিলিয়ন ডলার।

পৃথিবীর শীর্ষ ১৫ ধনী পরিবারের তালিকা (২০২৪):

ওয়ালটন, আল নাহিয়ান, আল থানি, হারমেস, কোখ, আল সাউদ (১৪০ বিলিয়ন ডলার), মার্স (১৩৩.৮ বিলিয়ন ডলার), আম্বানি, ভেরথেইমার (৮৮ বিলিয়ন ডলার), থমসন (৮৭.১ বিলিয়ন ডলার), জনসন (৭২.৪ বিলিয়ন ডলার), আলব্রেখট (৬০.২ বিলিয়ন ডলার), প্রিৎসকার (৫৯.৪ বিলিয়ন ডলার), কারগিল-ম্যাকমিলান (৫৬ বিলিয়ন ডলার), ওফার (৫৫.৬ বিলিয়ন ডলার)।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×