লেবাননে সংঘাতে ২০০’রও অধিক শিশু নিহত


লেবাননে সংঘাতে ২০০’রও অধিক শিশু নিহত

ইসরাইলের হামলায় লেবাননে গেল দুই মাসে ২০০’রও বেশি শিশু প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে।

গেল সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ্ বিরদ্ধে ইসরাইল বড় ধরনের অভিযান চালানো শুরু করার পর লেবাননে এক বছর ধরে চলা এ অভিযান সর্বাত্মক যুদ্ধে রুপ নিয়েছিল।

জেনেভায় সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এন্ডার জানিয়েছেন, দুই মাসেরও কম সময়ে লেবাননে ২০০’র ও বেশি শিশু প্রাণ হারিয়েছে। তবে, এ ব্যাপারে ইসরাইলের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। এতগুলো শিশুর প্রাণ যাওয়ার পরও যারা সহিংসতা বন্ধে সক্ষম, তারা কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন।

মুখপাত্র অবশ্য এ হত্যাকান্ডের জন্য কে বা কারা দায়ি, সে ব্যাপারে কোন মন্তব্য না করে বলেছেন, ‘যারা গণমাধ্যমে খোঁজ-খবর রাখেন, তাদের কারোরই বিষয়টি অজানা নয়।’

জেমস আরো দাবি করেছেন, লেবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে ৪৩ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের দেয়া তথ্যানুযায়ী নিহত শিশুর সংখ্যা ১৬ হাজারেরও বেশি।

এ দিকে, যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ মনস্তাত্বিক সহায়তাসহ চিকিৎসা সেবা, খাদ্য ও ঘুমের ওষুধ সরবরাহ করছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

জেমস অভিযোগ করেছেন, গাজার ক্ষেত্রে যেমনটি হয়েছে, ঠিক লেবাননের ক্ষেত্রেও তাই হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×